Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

চেলসিকে হারিয়ে শীর্ষ চারে ম্যানচেস্টার সিটি

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি যেন দুই গোলে এগিয়ে থেকেও পয়েন্ট হারানোর অভ্যাসে পড়ে গেছে। তবে গতকাল পরিস্থিতি ছিল ভিন্ন। নিজেদের মাঠে চেলসির বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল হজম করে বসেছিল সিটি। তখন আরেকটি হার চোখরাঙানি দিচ্ছিল দলটিকে। কিন্তু এরপরই সিটি লিখল দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প। চেলসিকে ৩-১ গোলে হারিয়ে দলটি উঠে এল প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চারে।


ম্যানচেস্টার

সিটিতে চলতি দলবদলেই যোগ দিয়েছেন উজবেক ডিফেন্ডার আবদুকোদির খুসানভ। অভিষেক ম্যাচেই কোচ পেপ গার্দিওলা তাকে একাদশে রেখেছিলেন। কিন্তু তার অভিষেকটা যেন দুঃস্বপ্নে রূপ নিয়েছিল। ম্যাচের শুরুতেই তার এক হাস্যকর ভুলে গোল হজম করে বসে সিটি।


খুসানভের ভুল এখানেই থেমে থাকেনি। কিছুক্ষণের মধ্যেই আরেকটি বড় ভুল করে বসেন, যা আরও একটি গোল হজম করানোর পরিস্থিতি তৈরি করেছিল। সেটি থেকে দলকে বাঁচাতে গিয়ে হলুদ কার্ডও দেখতে হয় তাকে। তবে প্রথমার্ধের শেষ দিকে ইয়োস্কো গেভারদিওলের গোলে সমতা ফেরায় সিটি।


দ্বিতীয়ার্ধে আর্লিং হালান্ড এবং ফিল ফোডেনের দুর্দান্ত দুই গোল ম্যাচটি সিটির দিকে ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।


এই জয়ের মাধ্যমে ২৩ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির পয়েন্ট দাঁড়াল ৪১-এ। ফলে তারা আবারও লিগের চতুর্থ স্থানে উঠে এসেছে। চেলসি ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে নেমে গেছে ছয় নম্বরে। শীর্ষে রয়েছে লিভারপুল, ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৭, আর তৃতীয় স্থানে থাকা নটিংহাম ফরেস্টের সংগ্রহ ৪৪ পয়েন্ট।


ম্যাচ শেষে গার্দিওলার সাবেক সহকারী ও চেলসির বর্তমান কোচ এনজো মারেসকা বলেছেন, "ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলার জন্য কখনোই কোনো দিন উপযুক্ত সময় হয় না।" তবে এদিন সিটি তাদের সেরা ছন্দে ছিল না। তবুও যেটুকু দেখিয়েছে, সেটাই চেলসিকে হারানোর জন্য যথেষ্ট ছিল।


অভিষেক ম্যাচে ভুল করলেও খুসানভ পরে নিজের কিছুটা প্রতিশোধ নিয়েছেন, একটি গোলও বাঁচিয়েছেন। স্নায়ুচাপ সামলে ৫৪ মিনিট পর্যন্ত তিনি মন্দ খেলেননি। আরেক অভিষিক্ত মিসরীয় ফরোয়ার্ড ওমর মারমোউশও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে ফিল ফোডেন, গেভারদিওল এবং হালান্ডের গোল ম্যানচেস্টার সিটিকে এনে দেয় স্বস্তির জয়।

২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন