তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ইউসিবি বাফুফে অনুর্ধ্ব- ১৫ জাতীয় ফুটবলীগের কুমিল্লা জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্র দও স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে ফেনী জেলা টিমকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা টিম।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম,
অতিরিক্ত জেলা প্রশাসক(মানবসম্পদ ও উন্নয়ন) তৌহিদুল ইসলাম, কুমিল্লা- নোয়াখালী রিজিওনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পি এল সির রিজিওনাল হেড মোঃ শফিকুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাহির তাজওয়ার ওহি।
ফাইনাল খেলার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান উল্লাহ স্বপন।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, সাবেক ক্রিকেটার ফখরুল আলম উল্লাস প্রমুখ।
৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫