দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় গত সপ্তাহে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে চার গোল হজম করার পর এবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও হার মানতে হলো রিয়ালকে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এসি মিলানের কাছে তারা হেরেছে ৩-১ ব্যবধানে।
ম্যাচের শুরুতে রিয়ালের জন্য বিপত্তি ঘটে। মাত্র ১২ মিনিটেই কর্নার থেকে হেডে গোল করে মিলানকে
এগিয়ে দেন মালিক চিয়াও। পরের মিনিটেই সমতা ফেরানোর সুযোগ পায় রিয়াল, কিন্তু এমবাপ্পে ও ভিনিসিয়ুস সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।তবে রিয়ালকে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সমতা ফেরানোর জন্য। ভিনিসিয়ুস পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ১-১ সমতায় ফেরান।
কিন্তু বিরতির আগে আবারও পিছিয়ে পড়ে রিয়াল। ম্যাচের ৩৯ মিনিটে রাফায়েল লিয়াওয়ের শট ঠেকানোর পরও দ্বিতীয় প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেন আলভারো মোরাতা। এরপর ৪৩ মিনিটে এমবাপ্পের শট দারুণ দক্ষতায় আটকে দেন মিলানের গোলরক্ষক মাইক মানিয়াঁ, ফলে বিরতিতে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকতে হয় রিয়ালকে।
বিরতির পর রিয়াল দুটি পরিবর্তন আনে—অরেলিয়েঁ চুয়ামেনির জায়গায় ব্রাহিম দিয়াজ এবং ফেদে ভালভের্দের জায়গায় এদুয়ার্দো কামাভিঙ্গাকে নামানো হয়। তবে এই পরিবর্তন সত্ত্বেও গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করেও সফল হয়নি রিয়াল।
মিলান বারবার প্রতি আক্রমণ চালিয়ে রিয়ালের রক্ষণে চাপ সৃষ্টি করে। অবশেষে ম্যাচের ৭৩ মিনিটে রেইনডার্সের গোলে মিলান ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের ৮১ মিনিটে আন্তোনিও রুদিগার একটি গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত হতাশাজনকভাবে ম্যাচটি ৩-১ ব্যবধানে হেরে যায় রিয়াল।
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫