তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা জেলা পর্যায়ে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বুড়িচংয়ের কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ ১-০ গোলে চান্দিনার শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনাল খেলা শুরু হয়। মেহরাজের একমাত্র
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক পঙ্কজ বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন কুমার মিত্র। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আহসান উল্লাহ স্বপন ও কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, কুমিল্লা শিক্ষাবোর্ডের ক্রীড়া কর্মকর্তা সায়েম প্রমুখ। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের খেলোয়াড় আলামিন এবং সর্বোচ্চ ৪ গোল করে সেরা গোলদাতা হয়েছেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের মেহরাজ।
এই টুর্নামেন্ট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করেছেন।
১২ দিন আগে বুধবার, এপ্রিল ৩০, ২০২৫