কাতার বিশ্বকাপে সাড়া ফেলে দেওয়া আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ, যিনি আসরের সেরা তরুণ ফুটবলারের খেতাব জিতেছিলেন, পরবর্তীতে রেকর্ড টাকায় ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিতে যোগ দেন। তবে সাম্প্রতিক সময়ে এনজোর ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। মাঠের ফুটবলের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনেও নেতিবাচক প্রভাব পড়েছে—সম্পর্কের ইতি ঘটেছে তার দীর্ঘদিনের
সঙ্গী ও স্ত্রী ভ্যালেন্টিনা কার্বান্তেসের সঙ্গে।এনজোর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন ভ্যালেন্টিনা নিজেই। তবে দুই সন্তানের কথা চিন্তা করে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় ভ্যালেন্টিনা লিখেছেন, “এনজো এবং আমি আজ থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা পরিবার হিসেবেই থাকব এবং একে অপরকে সমর্থন জানাবো। কারণ আমাদের দুটি সন্তান রয়েছে, যারা আমাদের ভালোবাসা পাওয়ার অধিকার রাখে।”
বিচ্ছেদ সত্ত্বেও এনজোর প্রশংসা করেছেন ভ্যালেন্টিনা। তিনি বলেন, “এনজো একজন অসাধারণ ব্যক্তি ও বাবা, এবং তার মনও খুব ভালো। আমার জন্য এটুকুই যথেষ্ট। দয়া করে এর বাইরে কোনো বিতর্ক তৈরি করবেন না, কারণ সেখানে এমন কিছু নেই।”
এনজোর সাম্প্রতিক সময়টা আরও কঠিন হয়ে উঠেছে, সড়ক নীতিমালা লঙ্ঘন করায় তার ড্রাইভিং লাইসেন্স সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি চেলসির সাম্প্রতিক ম্যাচেও তিনি খেলেননি। চেলসির বর্তমান অবস্থান প্রিমিয়ার লিগে পঞ্চম, ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৭।
১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫