বয়স যেন শুধুই একটি সংখ্যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য। ৩০ বছর পেরিয়ে যাওয়ার পরও অবিশ্বাস্য ফর্মে থেকে তিনি ইতোমধ্যেই করে ফেলেছেন ৪৫৬টি গোল। তার লক্ষ্য এখন ঐতিহাসিক ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়া।
যেখানে সৌদি লিগে তারই সহকর্মী ব্রাজিলিয়ান তারকা নেইমারের ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৪৩৯, সেখানে রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ইতোমধ্যে করেছেন ৮৫০টি গোল।
সর্বশেষ
আল খালিজের বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়ে রোনাল্ডো জোড়া গোল করেন। এর মধ্যে দিয়ে ৩৯ বছর বয়সি এই পর্তুগিজ ফরোয়ার্ড আল নাসরের জার্সিতে মাত্র ৯২ ম্যাচেই ১০০ গোল অবদানের মাইলফলক স্পর্শ করেছেন। আল নাসরের হয়ে তিনি করেছেন ৮৩টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৮টি।রোনাল্ডোর ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট গোলসংখ্যা ৯১৯টি। এক হাজার গোলের মাইলফলক ছুঁতে প্রয়োজন আর মাত্র ৮১টি গোল।
ফুটবল ইতিহাসে সর্বাধিক গোলদাতা হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি ৮৩০ জয়ের রেকর্ডও রোনাল্ডোর দখলে। এ মৌসুমে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে আল নাসর তৃতীয় অবস্থানে থাকলেও ১৩ গোল নিয়ে ব্যক্তিগতভাবে শীর্ষ গোলদাতা তিনিই।
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫