Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

রোনালদোর জোড়া গোলে পোল্যান্ডকে উড়িয়ে কোয়ার্টারে পর্তুগাল

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে পোল্যান্ডকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল।


শুক্রবার পোর্তোতে নিজ দেশের মাটিতে পোল্যান্ডের বিপক্ষে দারুণ আধিপত্য দেখায় পর্তুগাল। তবে প্রথমার্ধে ব্রুনো ফার্নান্দেস ও রাফায়েল লিয়াওয়ের ফিনিশিং ব্যর্থতায় কোনো গোল পায়নি দলটি।


দ্বিতীয়ার্ধে শুরু হয় পর্তুগালের গোল

উৎসব। নুনো মেন্ডিসের ক্রসে অসাধারণ হেডে পর্তুগালকে এগিয়ে দেন রাফায়েল লিয়াও।


৭০ মিনিটে পোল্যান্ডের এক ডিফেন্ডারের হাতে বল লাগায় পেনাল্টি পায় পর্তুগাল। সেটি থেকে ৭২ মিনিটে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।


৮০ মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে স্কোরশিটে নাম তোলেন ব্রুনো ফার্নান্দেস। এরপর তিন মিনিট পর পেদ্রো নেতোর গোলে পর্তুগাল এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। এই গোলেও অবদান রাখেন রোনালদো।


৮৭ মিনিটে নিজের দ্বিতীয় এবং চলমান নেশন্স লিগে পঞ্চম গোলটি করেন রোনালদো। ভিতিনিয়ার ক্রসে দুর্দান্ত বাইসাইকেল কিকে বল জালে জড়ান তিনি। এটি ছিল ৩৯ বছর বয়সি রোনালদোর জাতীয় দলের হয়ে রেকর্ড ১৩৫তম গোল এবং পেশাদার ক্যারিয়ারের ৯১০তম গোল।


৮৮ মিনিটে পোল্যান্ড একটি গোল শোধ দিলেও, ৫-১ ব্যবধানে জিতে গ্রুপ সেরা হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে পর্তুগাল।

৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন