Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের টিকিটও এথন পাওয়া যাবে অনলাইনে

স্পোর্টস ডেস্ক:
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্টেও অনলাইনে টিকিট কেটে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

রোববার (২ এপ্রিল) দুপুর ২টা থেকে অনলাইনে একমাত্র টেস্টের প্রথম দিনের টিকিট মিলছে। সোমবার দুপুর ২টা পর্যন্ত এই টিকিট পাওয়া যাবে।

আইরিশদের বিপক্ষে সিরিজ থেকেই অনলাইন টিকিটের যুগে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক দিনের ম্যাচ আর সংক্ষিপ্ত ওভারের ফরম্যাটের পর টেস্টেও এর ধারা

বজায় রেখেছে বিসিবি।

জাতীয় পরিচয়পত্র ও সচল একটি মোবাইল নম্বর ব্যবহার করে যে কেউই এই টিকিট কিনতে পারবেন। একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট কেনা যাবে। আর অনলাইনে টিকিট কেনার পর কালেকশন বুথ থেকে টিকিট কোড ও এনআইডি প্রদর্শন করে তা সংগ্রহ করা যাবে।

শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটসংলগ্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। এ ছাড়া সশরীরেও কেনা যাবে টিকিট।

একমাত্র টেস্ট সর্বনিম্ন মাত্র ১০০ টাকার বিনিময়ে দেখা যাবে। স্টেডিয়ামের ইস্টার্ন স্ট্যান্ডের জন্য টিকিটের এই মূল্য নির্ধারণ করেছে বিসিবি। আর দর্শকদের সর্বোচ্চ গুনতে হবে এক হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে এই অর্থ খরচ করতে হবে দর্শকদের।

২০০ টাকায় নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ড টিকিট পাবেন দর্শকরা। ৩০০ টাকায় ক্লাব হাউজ এবং ৫০০ টাকায় ভিআইপিএ স্ট্যান্ডের টিকিট কেটে খেলার দেখার সুযোগ থাকবে দর্শকদের সামনে।

উল্লেখ্য, সফরের একমাত্র টেস্টে আগামী মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। এদিন সকাল সাড়ে ৯টা থেকে মাঠে গড়াবে ম্যাচটি।

বাংলাদেশের টেস্ট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন