Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

শিক্ষা

“উচ্ছ্বাসে ইউনিটি” মিলনমেলার টিকেটের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার:
১৭ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো

মার্চের ১০ তারিখে ইউনিটি অফ কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচের উদ্যোগে  “উচ্ছ্বাসে ইউনিটি” নামে এক মহামিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি নগরীর একটি রেস্টুরেন্টে প্রোগ্রামের টিকেটের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কথা গান আর আড্ডায় মুখরিত এক সন্ধ্যায় টিকেটের মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিটি অফ কুমিল্লা-এসএসসি ২০০১ ব্যাচের মো: ফরহাদ উদ্দিন,

কাজী সাইফুল, মামুন আব্দুল্লাহ, ইমরান হোসেন, সানী, রোটা. সফুরা সুলতানা এ্যানি, আলমগীর কবির, উজ্জ্বল চন্দ্র পাল , ডা. সুমন, ফজলুল হক ছোটন, সোহানা মিথী, অপূর্ব দত্ত, জাকির হোসেন, ডা. আলমগীর,  টগর, বিল্লাল হোসেন,  জাহিদুর রহমান, ইয়াছমিন আক্তার, ফাতেমা মেহেদী, লিজা প্রমুখ।

১৭ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন