Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিক্ষা

আলো ছড়াচ্ছে নোবিপ্রবির সহশিক্ষামূলক সংগঠনগুলো

আব্দুল্লাহ আল নাঈম, নোবিপ্রবি :
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



একবিংশ শতাব্দীতে  চাকরির বাজার প্রতিযোগিতামূলক হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে  সৃজনশীল কাজের দক্ষতার চাহিদা  বেড়েই চলেছে। তাই পড়াশোনার ফাঁকে জ্ঞানের জগৎ কে আরও বিস্তৃত করতে প্রয়োজন সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম। ক্যাম্পাস জীবনে সামাজিক, সাংস্কৃতিক চর্চা সহ বিভিন্ন সাংগঠনিক দক্ষতা বাড়াতে শিক্ষার্থীরা নিয়মিত কাজ করে যাচ্ছে ক্লাব সহ অন্যান্য সংগঠনগুলোতে।

১০১ একরের উপকূলীয়

বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)তে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে বিভিন্ন   স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পূর্বে অল্প পরিমাণে সংগঠন থাকলেও বর্তমানে নোবিপ্রবিতে এসব সংগঠনের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এসব সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরেছেন নোবিপ্রবি  বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবদুল্লাহ আল নাঈম

নোবিপ্রবি  ডিবেটিং সোসাইটি : বিতর্ক  চর্চাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে  নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করছে । বিভিন্ন জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি সাপ্তাহিক নিয়মিত সেশনের আয়োজন করে সংগঠনটি। সংগঠনটি বিভিন্ন সময়ে জাতীয় বিতর্ক অঙ্গনে ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ১টি , রানার্স আপ ২টি এছাড়াও ১২ টি কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে অংশগ্রহণ করেছে তারা।

বিএনসিসি : নোবিপ্রবি বিএনসিসি প্লাটুন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজের সহায়তা করে থাকে।এসবের মধ্যে ভর্তি পরীক্ষাার দায়িত্ব পালন এবং পূর্নাঙ্গ ভর্তির সময় শৃঙ্খলা বজায় রাখা সহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক এবং সচেতনতা মূলক কাজে অংশগ্রহণ করে থাকে।

রোভার স্কাউটসঃ নোবিপ্রবি রোভার স্কাউটস নিয়মিত জাতীয় প্রয়োজন  ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজে সহযোগিতা করে থাকে।

ছায়া জাতিসংঘ : সংগঠনটি প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত প্রতিনিধিদেরকে নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজন করে থাকে। এ পর্যন্ত ৫টি জাতীয় ইউনিয়ন সম্মেলন করেছে।সর্বশেষ ঢাবি,রাবি,চবি,বিইউপি সহ ৪২ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এতে অংশ গ্রহণ করেছে।

চলো পাল্টাই : বিশ্ববিদ্যালয়ের আশেপাশের মানুষগুলির ছয় ধরনের সমস্যা গুলোকে চিহ্নিত করে সংগঠনটি কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি স্ব-উদ্যোগে প্রায় ২০০০ জনের কাছে রক্তদান কর্মসূচি পালন করেছে।

লুমিনারি : সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের  আশেপাশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে যাচ্ছে নোবিপ্রবির  লুমিনারি সংগঠন । তাদের কাজকর্মের  মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য কার্যক্রম। সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা প্রদানপূর্বক মানসিক বিকাশ সাধন ও সুন্দর ভবিষ্যৎ গঠনের উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

শব্দকুটির : বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। এটি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য। নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি সাথে সমন্বয় করে কাজ করে থাকে।

সায়েন্স ক্লাব : গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদেরকে ভালো অবস্থানে তুলে ধরতে কাজ করে যাচ্ছে। বিগত সময়গুলোতে বিভিন্ন ধরনের অনলাইন এপিসোড সহ বর্তমানে পিএইচডি টক, গবেষণায় হাতেখড়ি এছাড়াও দ্বিতীয় সাইন্স ফেস্ট আয়োজন করেছে।

রিসার্চ সোসাইটি : সকল শিক্ষার্থীদের মাঝে গবেষণাধর্মী মনোভাব তৈরি করতে বিভিন্ন ধরনের সভা, সেমিনার কোর্সের আয়োজন করে থাকে। গবেষণায় ভয় কাটাতে এ যাবৎ তিনটি সেমিনার, পাইলট প্রকল্প, বেসিক রিসার্চ মেথোডলজি আয়োজন করেছে ।
 
ধ্রুপদ : সংগীত চর্চাকে গতিশীল করতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে লোকসংগীত, ফোক গানসহ বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস ও বিভিন্ন বিভাগের অরিয়েন্টেশন প্রোগামে অংশগ্রহণ করে থাকে।

১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন