Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আরও নিচে নামল বাংলাদেশ নারী ক্রিকেট দল

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে মঙ্গলবার, মে ৬, ২০২৫
# ফাইল ফটো



বাংলাদেশের নারী ক্রিকেট দল টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্স করছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হারের পর সিলেটে আয়ারল্যান্ডের কাছে সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগ্রেসরা। সর্বশেষ ১১টি ম্যাচের সবকটিতেই হারার পর আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে।


শুক্রবার আইসিসি নারী টি-টোয়েন্টি র‌্যাংকিং হালনাগাদ করেছে। শীর্ষ

আট দলের অবস্থানে কোনো পরিবর্তন না এলেও বাংলাদেশ ৯ম স্থান থেকে ১০ম স্থানে নেমে গেছে। তাদের জায়গা দখল করেছে আয়ারল্যান্ড, যারা এখন ৯ম স্থানে। অন্যদিকে, থাইল্যান্ড দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে পৌঁছেছে।


আইসিসি জানিয়েছে, পুরুষদের মতো নারী ক্রিকেট র‌্যাংকিংও একই সময়ে প্রকাশ করা হবে। র‌্যাংকিং হিসাবে ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচের ৫০% এবং এর পরের ম্যাচগুলোর ১০০% গুরুত্ব দেওয়া হয়েছে।


বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টি রেটিং পয়েন্ট ১৯২। তাদের নিচে রয়েছে থাইল্যান্ড (১১তম), স্কটল্যান্ড (১২তম), পাপুয়া নিউ গিনি (১৩তম), জিম্বাবুয়ে (১৪তম) ও নেদারল্যান্ডস (১৫তম)। র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ৯ম স্থানেই রয়েছে।


২০২৬ সালের জুন-জুলাই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ জুন শুরু হয়ে ৫ জুলাই লর্ডসে ফাইনাল খেলা হবে। ১২ দলের এই টুর্নামেন্টে ৩৩ ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশকে বাছাই পর্বে ভালো করে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে।

৩ দিন আগে মঙ্গলবার, মে ৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন