Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

একদিন আগেই একাদশ জানিয়ে দিলো ব্রাজিল

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার ক্রিকেটের মতোই একদিন আগেই তাদের একাদশ ঘোষণা করে চমক দেখিয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র একাদশ প্রকাশ করেছেন।


বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। দুই দলের

সর্বশেষ দেখা হয়েছিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে, যেখানে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে জয় পায় উরুগুয়ে।


এবার জয় ছিনিয়ে নিতে মরিয়া ব্রাজিল। এই ম্যাচে গোলরক্ষক হিসেবে এডারসনকেই রেখেছেন কোচ দরিভাল। রক্ষণভাগে থাকবেন মার্কিনিওস ও গ্যাব্রিয়েল মাঘালেইয়াস; তাদের সঙ্গে সঙ্গত করবেন দানিলো এবং আবনের। মিডফিল্ড সামলাবেন ব্রুনো গিমারায়েস, গেরসন এবং রাফিনিয়া। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে দেখা যাবে ইগর জেসুস ও সাভিনহোকে। শুধুমাত্র এক পরিবর্তন নিয়ে ব্রাজিল দলকে মাঠে নামানোর পরিকল্পনা করেছেন কোচ।


কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল বর্তমানে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ২২। উরুগুয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, সমান পয়েন্টে কলম্বিয়া তৃতীয় অবস্থানে আছে গোল ব্যবধানে পিছিয়ে।

১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন