Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

শেষ মুহূর্তে মেসির গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

নেইমার ছিলেন না, ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। তবে লিওনেল মেসি নামের সর্বকালের সেরা ফুটবলারদের একজন তো ছিলেন। শনিবার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কে ভর করেই আরেকটি ম্যাচ জিতেছে পিএসজি। ফ্রেঞ্চ লিগ আঁর ম্যাচে তুলুজের বিপক্ষে পিছিয়ে পড়েও প্যারিসের দলটি জিতেছে ২-১ গোলে। দ্বিতীয়ার্ধে দারুণ এক গোল করেই দলকে জয় উপহার দিয়েছেন মেসি।

২০ মিনিটে এগিয়ে গিয়েছিল পয়েন্ট তালিকার মাঝামাঝি

জায়গায় থাকা তুলুজ। ডাচ মিডফিল্ডার ব্রাঙ্কো ফন ডেন বুমেন করেন গোল। ৩৮ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে করা মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমির গোলে সমতায় ফেরে পিএসজি।

মেসির গোলটি ৫৮ মিনিটে। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ে নেওয়ার নিচু শটে গোল পেয়ে যান আর্জেন্টাইন জাদুকর। এবারের লিগে মেসির এটি ১০ম গোল। সব টুর্নামেন্ট মিলিয়ে মৌসুমে তাঁর ১৫তম গোল এটি। এরপর আরও গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লিগে শেষ পাঁচ ম্যাচে তিন গোল করা মেসি। যোগ করা সময়ে তাঁর চেষ্টা ব্যর্থ হয়েছে পোস্টে লেগে।

নেইমার-এমবাপ্পেরা না থাকায় আক্রমণভাগে মেসির সঙ্গী ছিলেন উগো একিতিকে, তাঁদের একটু পেছনেই ছিলেন ভিতিনিয়া।

এই জয়ে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রইল পিএসজি। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অলিম্পিক মার্শেই।

১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন