Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

রোনাল্ডো বক্সে ভয়ঙ্কর, মেসি পুরো মাঠেই ভয়ঙ্কর: রদ্রি

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




মেসি না রোনালদো? এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রায়ই। আধুনিক ফুটবলকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন এই দুই কিংবদন্তি। তাদের সাফল্য, অর্জন, এবং রেকর্ডের তালিকা এত বিশাল যে বাকিদের সাথে তুলনা করাই কঠিন। ফলে, কে সেরা – এই প্রশ্নে পুরো ফুটবল বিশ্বই দ্বিধাবিভক্ত।


সম্প্রতি এই বিতর্কে মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার এবং সদ্য ব্যালন ডি’অর জয়ী রদ্রি।

ক্যারিয়ারের শুরুতে ভিয়ারিয়াল ও অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে খেলার সময় মেসি ও রোনালদোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে রদ্রির। সেই অভিজ্ঞতা থেকেই তিনি জানালেন দুই তারকার মধ্যে তার দৃষ্টিতে পার্থক্য।


‘এল হরমিগুয়েরো’কে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রি বলেন, "যারা তাদের বিপক্ষে খেলেছে, তারা জানে দুজনের মধ্যে পার্থক্যটা কী। মেসি সর্বকালের সেরা ফুটবলার। আর রোনালদো মেসির সমকক্ষ হতে সহজাত প্রতিভা ছাড়াই অসাধারণ পরিশ্রম করেছেন।"


দুজনের ভিন্নতার উদাহরণ দিয়ে রদ্রি আরও বলেন, "রোনালদোর বিপক্ষে খেললে আমরা চাইতাম সে যেন বক্সে না আসতে পারে। কারণ বক্সের মধ্যে সে মারাত্মক। অন্যদিকে, মেসি মাঠের যেকোনো জায়গা থেকেই বিপজ্জনক। মেসির পায়ে বল এলেই মনে হতো বিপদ আসছে। তার কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করলে দেখা যেত, সে এমনভাবে দূরে চলে গেছে, যেন আপনি তার কাছাকাছি ছিলেনই না।"


রদ্রির এই মন্তব্য ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মেসি-রোনালদোর তুলনা কি আদৌ সম্ভব? নাকি এই দুই কিংবদন্তিকে তাদের নিজ নিজ শ্রেষ্ঠত্বেই সম্মান জানানো উচিত?

২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন