Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

খেলোয়াড় কেনায় রোনালদোর ক্লাবকে নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক:
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

সামান্য কিছু অর্থের জন্য বড় এক নিষেধাজ্ঞার মুখে পরতে হল সৌদি ক্লাব আল নাসরের। ২০১৮ সালে আল নাসর ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে স্ট্রাইকার আহমেদ মুসাকে কিনেছিল। তাকে ২০২০ সালে ছেড়েও দেয় ক্লাবটি। কিন্তু লেস্টার সিটিকে চুক্তির শর্তে অনুযায়ী এড অন্সের টাকা পরিশোধ করেনি।  

অর্থের দিন থেকে অংকটা মাত্র ৩ লাখ ৯০ হাজার পাউন্ড। এই অর্থ পরিশোধ না করায় ফিফা তাদের উপর খেলোয়াড় কেনার নিষেধাজ্ঞা

দিয়েছে। যদিও ক্লাবটির মালিকানাধীন প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ফিফা নিষেধাজ্ঞা তুলে নিলে তারা অর্থ পরিশোধ করে দিতে রাজি আছে।

 চলতি দলবদলে ইন্টার মিলান থেকে ক্রোয়াট মিডফিল্ডার মার্সেল ব্রোজোভিকে দলে ভিড়িয়েছে আল নাসর।

২০২১ সালে ফিফা আল নাসরকে জানিয়েছিল, চুক্তির শর্ত মেনে অর্থ পরিশোধ না করলে নিষেধাজ্ঞা পাবে তারা। তবে তখন বিষয়টি গুরুত্ব সহকারে নেয়নি ক্লাবটি। যার কারণে এখন নিষেধাজ্ঞার মুখে পরতে হয়েছে তাদের।

এরই মধ্যে বেশকিছু খেলোয়াড় কেনার পরিকল্পনা করেছিলো আল নাসর। ইন্টার মিলান থেকে মার্সেলো ব্রোজোভিককে দলে টানার পর তাদের নজর ছিল ইংলিশ ক্লাব চেলসির মরক্কোর ফুটবলার হাকিম জিয়েচের দিকে।

১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন