Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

বিশ্ব

রাশিয়ায় যুদ্ধাস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ১০

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
# ফাইল ফটো



রাশিয়ার উরাল অঞ্চলের একটি যুদ্ধাস্ত্র কারখানায় বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে অঞ্চলটির গভর্নর নিশ্চিত করেছেন।


গভর্নর আলেক্সি টেক্সলার জানায়, কাজাখস্তান সীমান্তবর্তী চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপেইস্ক জেলায় এ বিস্ফোরণে অন্তত ১৯ জন আহত হয়েছে।


গভর্নর নির্দিষ্ট করে কোন কারখানায় আঘাত হানা হয়েছে তা বলেননি, তবে যাচাই করা ভিডিওতে দেখা যাচ্ছে, ওই

এলাকার প্লাস্টমাস প্ল্যান্টের পাশের রাস্তা থেকে একটি অগ্নিকুণ্ড ক্যামেরাবন্দি করা হয়েছে। এই কারখানাটি রুশ সামরিক বাহিনীর জন্য বিস্ফোরক তৈরি ও পুনর্ব্যবহার করে।


কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু না বললেও টেক্সলার জোর দিয়ে বলেছেন, ঘটনাটি ‘কোনো ড্রোন হামলা ছিল না’।


আগুন লাগার খবর বুধবার গভীর রাতে পাওয়া যায়, যা এখন নিভিয়ে ফেলা হয়েছে। টেক্সলার জানান, কারখানাটিতে বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযান চলছে। তিনি আরো যোগ করেন, এখনো ১২ জন কর্মীর খোঁজ পাওয়া যায়নি।


এই অঞ্চলে শুক্রবার শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং তদন্তকারীরা বিস্ফোরণের ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু করেছেন।


বিবিসি ভেরিফাই বিস্ফোরণের দুটি ভিডিও চিহ্নিত করেছে। একটি সিসিটিভি ফুটেজ, যেখানে বিস্ফোরণের মুহূর্তটি ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূর থেকে ধারণ করা হয়েছে। অন্যটিতে একটি গাড়ি থেকে পাশের রাস্তা ধরে যাওয়ার সময় অগ্নিকুণ্ডটিকে চিত্রায়িত করতে দেখা যায়।

১ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন