মালদ্বীপের গুরাইধু দ্বীপে অবৈধভাবে বসবাস ও ব্যবসা পরিচালনার অভিযোগে ৩৯ জন প্রবাসীকে আটক করা হয়েছে। তবে, ইমিগ্রেশন বিভাগ তাদের পরিচয় প্রকাশ করেনি।
বৃহস্পতিবার শুরু হওয়া এই বিশেষ অভিযান মালদ্বীপের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে পরিচালিত হবে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমকে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এই অভিযানে
ইমিগ্রেশন বিভাগ ও পুলিশ যৌথভাবে অংশ নিয়েছে।মালদ্বীপের ইমিগ্রেশন নিয়ন্ত্রক জেনারেল মোহাম্মদ শামআন ওয়াহেদ জানিয়েছেন, দেশটির দ্বীপগুলোতে অবৈধ অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ৪২টি স্থানে তল্লাশি চালানো হয় এবং ১০৬ জন বিদেশিকে আটক করা হয়। এর মধ্যে ১১ জনের ভিসা অসম্পূর্ণ ছিল, যাদেরকে ইমিগ্রেশনে হাজির হওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন।
মালদ্বীপ সরকার তিন বছরের মধ্যে অবৈধ অভিবাসী সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছে, যেখানে এক বছরের মধ্যে পাঁচ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত সোমবার পর্যন্ত ৪,৩৬১ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
২৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫