Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বৈরুতের দক্ষিণে একরাতে ৩০ দফা বিমান হামলা চালাল ইসরাইল

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



ইসরাইলি সামরিক বাহিনী শনিবার রাতে লেবাননের বৈরুতের দক্ষিণ শহরতলি থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে। এর পরপরই ওই এলাকায় রাতভর ৩০টিরও বেশি ভারি বিমান হামলা চালায় তেল আবিব।


ইসরাইলি আগ্রাসন শুরুর পর এই রাতকে বৈরুতের সবচেয়ে ‘সহিংস রাত’ বলে বর্ণনা করেছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ।


এনএনএ জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান থেকে বৈরুতের দক্ষিণাঞ্চলের

শহরতলিতে চারটি ভয়াবহ হামলা চালানো হয়েছে এবং চুয়েফাত এলাকায় একটি হামলা হয়েছে। হামলার পর ওই এলাকায় অ্যাম্বুলেন্সগুলোকে দ্রুত ছুটে যেতে দেখা গেছে।


এএফপির লেবানন প্রতিনিধি জানিয়েছেন, দাহিয়েহ নামের শহরটি ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে। এই দাহিয়েহ শহরেই ২৭ সেপ্টেম্বর হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে ইসরাইল হত্যা করে। অঞ্চলটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ কারণেই সেখানে হামলার মাত্রা আরও বেড়েছে বলে মনে করছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।


লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, হামলার আগে ইসরাইলি বাহিনী ওই এলাকাকে ‘হিজবুল্লাহর ঘাঁটি’ হিসেবে উল্লেখ করে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানায়।


ইসরাইলি সেনাবাহিনীর সতর্কবার্তায় বলা হয়েছে, ‘আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার জন্য আপনাদের নির্দেশিত ভবনগুলো এবং সংলগ্ন এলাকা অবিলম্বে ত্যাগ করতে হবে এবং এই স্থাপনাগুলো থেকে কমপক্ষে ৫০০ মিটার দূরে সরে যেতে হবে।’


টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৈরুতের দক্ষিণাঞ্চলে ‘সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে’।


বৈরুতের লেবাননের একমাত্র বিমানবন্দরটি ইসরাইলি আক্রমণের লক্ষ্যস্থলের কাছেই। এনএনএ জানিয়েছে, ইসরাইলি আগ্রাসনের মাঝেও মিডল ইস্ট এয়ারলাইন্সের কিছু ফ্লাইট চালু ছিল।


এদিকে, লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শুক্রবার থেকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হিজবুল্লাহ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন