শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃতরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাইমুর রহমান দুর্জয় ও এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. সাকিব ফেরদৌস।
এরা দুই জনই কথিত ‘প্রলয় গ্যাং’র সদস্য বলে জানা গেছে এবং বর্তমানে
একটি মারধরের মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে আছে বলে জানা গেছে।মঙ্গলবার সাময়িক বহিষ্কারের এই অনুমোদন প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ।
সাময়িকভাবে বহিষ্কৃত এই দুই শিক্ষার্থীকে 'ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না' মর্মে পত্রপ্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫