Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

প্রবাসের খবর

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন চৌদ্দগ্রামের নীরা

স্টাফ রিপোর্টার:
২৭ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো  কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান নীরা। নিউইয়র্কের মাহবুব ও রাশিদা আক্তার দম্পতির ৩ সন্তানের মধ্যে মাহবুবা আফরীন নীরা দ্বিতীয়। শিশু শ্রেনী থেকে দ্বাদশ, রেখেছেন  অসাধারণ মেধার স্বাক্ষর। ধারাবাহিকতায় এবার বিশ্বখ্যাত বিদ্যাপীঠ যুক্তরাষ্ট্রের হার্ভাডে চান্স পেলেন চৌদ্দগ্রামের

আলোকিত বংশধর।

নীরার বড় ভাই  নিউইয়র্কের বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ও ডাটা সায়েন্সে ব্যাচেলর করবে। ছোট ভাই নিউইয়র্কের আপার ইস্টসাইড ডেলটনে সেভেন গ্রেডে পড়ছে।  

চৌদ্দগ্রাম পৌর এলাকার চাটিতলার রাশেদা আক্তার মেরী এসএসসির ৯২ ব্যাচ, চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ছিলেন।   স্বামী চৌদ্দগ্রাম লতিসিকদার গ্রামের মাহবুব  দেশে একটি বহুজাতিক কোম্পানির  বড় পদে ছিলেন। নিরহংকার দম্পত্তির এখন নিউইয়র্কের সাদামাটা জীবন। তবে সন্তানরা তাদের আলোকিত করছেন।

সূত্র: আমেরিকা প্রবাসী সংবাদকর্মী সোলায়মানের ফেসবুক থেকে।

২৭ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন