Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিক্ষা

কুবিতে ৯০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল ইউএনডিপি

কুবি প্রতিনিধি:
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নয়শো শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষাবৃত্তি দিয়েছে  ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)।


বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টায় কুবির সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ‘স্কলারশিপ অ্যাওয়ার্ডিং সেরিমনি’ অনুষ্ঠানের মাধ্যমে এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়।


রিজিওনাল ফ্যাসিলিটেটর মো. কবির হোসেন বলেন, "শিক্ষার্থীদের

ইংরেজি ভাষা ও তথ্যপ্রযুক্তি দক্ষতা বৃদ্ধির জন্য আমরা 'ফিউচার নেশন ইউএনডিপি' প্রকল্পের আওতায় একটি উদ্যোগ নিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ৩৪ হাজার টাকা মূল্যের একটি কোর্স সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে, যা তাদের ইংরেজি ভাষা ও প্রযুক্তিগত দক্ষতার উন্নয়ন ঘটাবে।" 


এছাড়াও এই উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবন ও সক্ষমতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

ক্যাম্পাস ফ্যাসিলিটেটর রফিক উদ্দিন বলেন, “ফিউচার নেশন, ইউএনডিপি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিনামূল্যে এই স্কলারশিপ কোর্স প্রদান করছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ।”

১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন