কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষার্থী সংগঠন 'ভাষা–সাহিত্য পরিষদ–২০২৫' এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ২০১৯–২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাছান।
মঙ্গলবার (৯ ডিসেম্বর)
বিভাগের নির্ধারিত কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক ও নির্বাচন সংশ্লিষ্টদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবুল হোসেন, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাহমুদা খানম উর্মিলা, ক্রীড়া সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ নাঈম ইসলাম, প্রচার সম্পাদক অমি দেব এবং সহ-প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
এছাড়া ছয়টি শিক্ষাবর্ষ থেকে ছয়জন শ্রেণি প্রতিনিধি 'ভাষা-সাহিত্য পরিষদ' -এর কার্যকরী পরিষদে যুক্ত হবেন।
উল্লেখ্য, এই কমিটি ২০২৬ সালের জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
২ দিন আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
