Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

অভিজ্ঞ সুয়ারেজ-কাভানিকে রেখেই বিশ্বকাপে উরুগুয়ের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:
২৭ দিন আগে বুধবার, মে ৭, ২০২৫
# ফাইল ফটো

কাতার বিশ্বকাপের দল ঘোষণা করলেন উরুগুয়ে কোচ দিয়েগো আলোনসো। অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানির সঙ্গে রয়েছেন ভেটেরান গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা, ডিফেন্ডার দিয়েগো গোডিন এবং মার্টিন ক্যাসেরেস। এরা সবাই টানা চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। হোসে মারিয়া হিমিনেজ এবং সেবাস্তিয়ান কোতেসের এটি তৃতীয় বিশ্বকাপ।

উরুগুয়ের হয়ে সবচেয়ে বেশি ৬৮ গোল করেছেন সুয়ারেজ। ৫৮ গোল

নিয়ে তার পরেই রয়েছেন কাভানি। ইনজুরি সমস্যায় ভুগছিলেন কাভানি। তবে সুস্থতার পথে থাকায় অভিজ্ঞ এই স্ট্রাইকারকে স্কোয়াডে রেখেছেন কোচ আলোনসো। অভিজ্ঞদের সঙ্গে ফাকুন্দো পেলিস্ত্রির মতো তরুণদেরও রাখা হয়েছে দলে। ম্যানচেস্টার ইউনাইটেডের ২০ বছর বয়সী উইঙ্গার পেলেস্ত্রির এখনো মূল দলে অভিষেক হয়নি। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ফেদেরিকো ভালভার্দে, লিভারপুলের স্ট্রাইকার ডারউইন নুসেজ এবং টটেনহ্যাম মিডফিল্ডার রদ্রিগো বেনতাঙ্কুরের থাকা নিশ্চিতই ছিল। চোট থাকা সত্ত্বেও বার্সেলোনা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে রাখা হয়েছে দলে।

বিশ্বকাপে পর্তুগালের সঙ্গে ‘এইচ’ গ্রুপে রয়েছে উরুগুয়ে। গ্রুপের বাকি দুই দল দক্ষিণ কোরিয়া ও ঘানা। ২৪শে নভেম্বর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার মিশন শুরু হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের।

উরুগুয়ে বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: ফার্নান্দো মুসলেরা, সার্জিও রচেট, সেবাস্তিয়ান সোসা
ডিফেন্ডার: দিয়েগো গোডিন, হোসে মারিয়া হিমিনেজ, সেবাস্তিয়ান কোতেস, মার্টিন ক্যাসেরেস, রোনাল্ড আরাউহো, মাতিয়াস ভিনা, মাথিয়াস অলিভেরা, গিলের্মো ভারেলা, হোসে রদ্রিগেজ
মিডফিল্ডার: মাতিয়াস ভেসিনো, রদ্রিগো বেনতাঙ্কুর, ফেদেরিকো ভালভার্দে, লুকাস তোরেইরা, ম্যানুয়েল উগার্তে, ফাকুন্দো পেলিস্ত্রি, নিকোলাস দে লা ক্রুজ, জর্জিয়ান দে আরাসাকেতা, অগাস্টিন কানোবিও, ফাকুন্দো তোরেস
ফরোয়ার্ড: লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, ডারউইন নুনেজ, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ

২৭ দিন আগে বুধবার, মে ৭, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন