আইপিএল নিলামে তৃতীয় ক্রিকেটার হিসেবে নাম উঠেছে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো ট্রাভিস হেডের। যেখানে চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই শেষে এই ব্যাটারকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ৬ কোটি ৮০ লাখ রুপিতে তাকে টেনে নেয় ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা।
এবার প্রথমবারের মতো ভারতের বাইরে দুবাইয়ে চলছে আইপিএলের নিলাম। যেখানে ২০২৪ সালের আসরকে সামনে মোট ৩৩৩ জন ক্রিকেটারের
বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন প্যাট কামিন্স। আজ মঙ্গলবার দুবাইতে মিনি নিলামে তাকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ডানহাতি পেসার ছাড়িয়ে যান আগের সর্বোচ্চ দামে কেনা ইংল্যান্ড অলরাউন্ডার স্যাম কারানকে।
নিলামে প্রথম ক্যাটাগরিতে উঠেছে আন্তর্জাতিক অভিষেক হওয়া ব্যাটারদের। যেখানে রাইলি রুশো ছিলেন অবিক্রিত। আবার সাড়ে সাত সাত কোটি রুপিতে রাজস্থান কিনেছিল উইন্ডিজের রভম্যান পাওয়েলকে। আর তৃতীয় খেলোয়াড় হিসেবে নাম উঠেছে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো ট্রাভিস হেডের।
নিলামে অবশ্য দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো অবিক্রিত ছিলেন। তবে সাড়ে সাত কোটি রুপিতে রাজস্থান রয়্যালস কিনেছে ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েলকে। ট্রাভিস হেডকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে দলে নেয় ২০১৭ আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ। ১ কোটি ৮০ লাখ রুপিতে রাচীন রবীন্দ্রর ঠিকানা চেন্নাই সুপার কিংসে।
অলরাউন্ডার ক্যাটাগরিতে নাম উঠেছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার। দেড় কোটি রুপিতে তাকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।
২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫