Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

সহযোদ্ধা থেকে কোচ: মাচেরানো এখন মেসির কোচ

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




একসময়ের সহযোদ্ধা হাভিয়ের মাচেরানো এখন লিওনেল মেসির বস। জেরার্দো মার্টিনো ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর, নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাচেরানো।


মার্টিনো সরে যাওয়ার পরপরই ইন্টার মায়ামি দ্রুত নতুন কোচ খোঁজে এবং মঙ্গলবার ঘোষণা করে যে, আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার মাচেরানো তাদের নতুন কোচ। এর আগে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০

ও অলিম্পিক দলের কোচ ছিলেন। ৪০ বছর বয়সী মাচেরানো ইন্টার মায়ামির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন। চুক্তি চূড়ান্ত হওয়ার পর তিনি মেসি এবং তার সতীর্থদের সঙ্গে কাজ শুরু করবেন।


লিওনেল মেসি ও মাচেরানোর আবার একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। জাতীয় দলের দীর্ঘদিনের এই সতীর্থ এবার একই ক্লাবে যুক্ত হলেন—তবে মেসি খেলোয়াড় আর মাচেরানো কোচ হিসেবে। শুধু তাই নয়, মাচেরানোর সঙ্গে পুনর্মিলন হচ্ছে বার্সেলোনার আরও তিন সাবেক তারকা—জর্দি আলবা, সের্হিও বুসকেতস এবং লুইস সুয়ারেজের।


ইন্টার মায়ামির সহমালিক হোর্হে মাস বলেছেন, তারা এমন একজন কোচ খুঁজছিলেন, যিনি ক্লাবের খেলোয়াড়দের সেরা পারফরম্যান্স বের করে আনতে পারবেন। হাভিয়েরের আন্তর্জাতিক ফুটবল এবং কোচিং অভিজ্ঞতা তাকে এই কাজের জন্য যোগ্য করেছে। আরেক সহমালিক ডেভিড বেকহাম বলেন, “হাভিয়ের সবসময় তার দৃঢ়তা, জানাশোনা, এবং ফুটবলের প্রতি ভালোবাসার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছে। আমরা তার হাতে ক্লাবের দায়িত্ব তুলে দিতে পেরে উচ্ছ্বসিত।”


মাচেরানো নিজেও এই নতুন চ্যালেঞ্জ নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, “ইন্টার মায়ামির কোচ হওয়া আমার জন্য গর্বের। ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা এবং অবকাঠামো আমাকে সর্বোচ্চটা দিতে সাহায্য করবে। আমি সমর্থকদের স্মরণীয় মুহূর্ত উপহার দিতে চাই।”


কোচ হিসেবে মাচেরানোর নিয়োগে ভূমিকা রেখেছেন মেসিও। মার্টিনো সরে যাওয়ার পর ক্লাব কর্তারা মেসির কাছে পরামর্শ চেয়েছিলেন, এবং মাচেরানোর নাম তাদের পছন্দ হয়।


হাভিয়ের মাচেরানো তার ক্যারিয়ার শুরু করেন আর্জেন্টিনার রিভার প্লেটে। এরপর খেলেছেন ব্রাজিলের করিন্থিয়ানস, ইংল্যান্ডের ওয়েস্ট হাম ও লিভারপুল এবং স্পেনের বার্সেলোনায়। বার্সার হয়ে পাঁচবার লা লিগা এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন তিনি।

২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন