Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

ব্রাজিলের সাবেক তারকার ৯ বছরের কারাদণ্ড দাবি

স্পোর্টস ডেস্ক:
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

নাইটক্লাবে ধর্ষণের অভিযোগে ব্রাজিলের সাবেক ফুটবলার দানি আলভেজের নয় বছর কারাদণ্ড দাবি করেছেন স্পেনের আইনজীবীরা। ঘটনার সত্যতা প্রথমে অস্বীকার করলেও; পরে- দাবি করেন দুপক্ষের সম্মতিতেই অন্তরঙ্গ মুহূর্ত কাটান তারা।

গত বছর জানয়ারিতে গ্রেপ্তার হন আলভেজ। সেসময় থেকেই বার্সেলোনার কারাগারে বন্দি। বিচারের দিন ধার্য না হলেও; সাবেক বার্সা তারকার কাছে ভুক্তভোগীর জন্য এক লাখ ৫০ হাজার

ইউরো ক্ষতিপূরণ দাবি করেছেন আইনজীবী।

গ্রেফতার হওয়ার পর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ম্যাক্সিকান ক্লাব পুমা ইউএনএএম। চ্যাম্পিয়নস লিগ’সহ ক্লাব ক্যারিয়ারে ৪২টি শিরোপা জিতেছেন এই ফুটবলার। কাতার বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসাবে বিশ্বকাপে মাঠে নামার রেকর্ডও গড়েন আলভেজ।

২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন