Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

ঐশ্বরিয়ার ব্যাপারে খারাপ কিছু বললে সহ্য করব না: অমিতাভ বচ্চন

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো





বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন তার নিজের কিংবা পুত্র অভিষেকের বিষয়ে নেটিজেনদের বিরূপ মন্তব্য মেনে নিলেও, পরিবারের নারীদের বিষয়ে, বিশেষ করে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে খারাপ কোনো মন্তব্য কিছুতেই সহ্য করবেন না।


অনেক বছর আগে ঐশ্বরিয়াকে নিয়ে একটি অপসংবাদ ছড়ানোর কারণে অমিতাভ বচ্চন বেশ রেগে গিয়েছিলেন। সেই পুরোনো ঘটনা আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে।


ভারতীয়

সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, ২০১০ সালে একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ‘স্টমাক টিউবারকুলোসিস’-এ আক্রান্ত ঐশ্বরিয়া, যার কারণে তিনি মা হতে পারবেন না। এমন খবর শুনে অমিতাভ বচ্চন খুবই ক্ষুব্ধ হন এবং তিনি প্রশ্ন তুলেছিলেন যে, কীভাবে তার পরিবারের ব্যক্তিগত বিষয়ে এভাবে লেখা হতে পারে।


তখন ব্লগ লিখতেন অমিতাভ বচ্চন, এবং সেখানে তিনি এই ঘটনার বিষয়ে লেখেন, ‘আমি আজ অত্যন্ত বিরক্ত, রাগান্বিত এবং যন্ত্রণার মধ্যে লিখছি। এই প্রতিবেদন পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন এবং অসংবেদনশীল।’ শাহেনশাহ এখানেই থামেননি, তিনি স্পষ্টভাবে বলেছিলেন, ঐশ্বরিয়া সম্পর্কিত কোনো খারাপ মন্তব্য সহ্য করবেন না।


অমিতাভ বচ্চন লিখেছিলেন, ‘আমি এই পরিবারের প্রধান। ঐশ্বরিয়া শুধু আমার পুত্রবধূ নয়, সে আমার কন্যাও। সবচেয়ে বড় কথা, সে আমার পরিবারের একজন নারী। তাই যদি কেউ ওর সম্পর্কে খারাপ কিছু বলে, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। যদি আমার বা অভিষেকের বিষয়ে কিছু বলা হয়, আমি সেটি সহ্য করতে পারি, কিন্তু আমার পরিবারের নারীদের বিরুদ্ধে কিছু বললে, আমি তা সহ্য করব না।’


একসময় অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন ছিল। তবে এই জল্পনায় পানি ঢেলেছে বচ্চন দম্পতি নিজেরাই। কিছুদিন আগে, আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে ঐশ্বরিয়া ও অভিষেক একে অপরের পাশে বসে ছিলেন এবং একই গাড়িতে ফেরত আসতে দেখা গেছে। এতে তাদের অনুরাগীরা নিশ্চিন্ত হয়েছেন।

১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন