Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

সালমানের সঙ্গে ছবি দিয়ে কটাক্ষের মুখে কৌশানি মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক:
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

সম্প্রতি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি দিয়ে ভক্তদের খুশি করেছেন সালমান খান। কলকাতার বাংলা ভাষাভাষীদের মাঝেও ভাইজানের ছবিটি নিয়ে উন্মাদনা কমতি ছিল না। সেই রেশ না যেতেই শহরে হাজির সালমান।

গতকাল মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড ভাইজান সালমান খান। কলকাতায় হাজির হয়েই ভক্তদের মন জিতে নিয়েছেন এই অভিনেতা। আর সেই ভক্তদের

মধ্যে টালিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ও আছেন।

সালমান খানকে সামনে দেখে উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছিল কৌশানি মুখোপাধ্যায়ের । উদ্বোধনের শেষে হাতে হাত দিয়ে ছবিও তুলে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেই কটাক্ষের মুখে কৌশানি মুখোপাধ্যায়। ‘লিডিং মোস্ট হিরো’র প্রসঙ্গ তুলে কটাক্ষ করা হল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে কৌশানি লেখেন, ‘আক্ষরিক অর্থেই আমার স্বপ্ন সত্যি হল। তুমিই (সালমান খান) বরাবর আমার স্বপ্নের মানুষ। আর কথায় বলে না, কত এল কত গেল টাইগার তো টাইগারই আর সবসময় থাকবে। আমার ফ্যান গার্ল মোমেন্ট। আই লাভ ইউ, তুমি সারা দেশের ভাইজান হতে পারো, কিন্তু আমার কাছে ভাই ছাড়া বাকি সব কিছু। সালমান খান যুগ যুগ জিও।’

কৌশানির এই পোস্টের কমেন্ট বক্সেই একজন লেখেন, ‘কিন্তু লিডিং মোস্ট হিরোর থেকে তো কম।’ একজন আবার লেখেন, ‘এই পোস্টা দেখার পর এক কোনায় গিয়ে বনি স্যর কাঁদছেন।’ ‘বাংলাদেশ যখন বিশ্বকাপ কোনও দিন পাবে না জেনেও কাপটা হাতের ধরতে পারে’, এমন কথা লিখেও বিদ্রুপ করা হয়েছে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্তর নাম জড়ায়। কাজের বিনিময়ে কুন্তলের থেকে টাকা নিয়েছিলেন বনি। তার জেরে ইডির নোটিস পান। সেই টাকা আবার ফিরিয়েও দেন। এই টাকা নিয়ে কথা বলতে গিয়েই বনি নিজেকে টলিউডের ‘লিডিং মোস্ট হিরো’ বলেছিলেন। সেই কথা এখন কৌশানির ছবির কমেন্ট বক্সে বুমেরাং হয়ে ফিরেছে।

১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন