Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিনোদন

প্রকাশ্যে শাকিবের ‘ঢাকা ক্যাপিটালস’-এর অফিশিয়াল থিম সং

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো




অবশেষে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে আলোচিত দল ‘ঢাকা ক্যাপিটালস’-এর অফিশিয়াল থিম সং। গানে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে দেখা গেছে দলের বেশ কয়েকজন ক্রিকেটার এবং শোবিজের একঝাঁক তারকা শিল্পীকে।


গতকাল সোমবার সন্ধ্যায় এসকে ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ রুসো। সুর ও সংগীত পরিচালনা

করেছেন প্রীতম আহমেদ, যিনি গানটিতে কণ্ঠও দিয়েছেন। ভিডিওটির নির্মাণ ও ডিওপি হিসেবে কাজ করেছেন রাকিব আহমেদ।


গানের ভিডিওতে শাকিব খানের পাশাপাশি দেখা গেছে সিয়াম আহমেদ, মামনুন ইমন, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, দীঘি, আর্চিতা স্পর্শিয়া, মীম মানতাশা, ইরফান সাজ্জাত, নাবিলা ইসলাম, সারিকা সাবাহ, তানজিয়া জামান মিথিলা এবং সেমন্তী সৌমিকে। দেশি-বিদেশি ক্রিকেটারদের মধ্যে দেখা গেছে থিসারা পেরেরা, স্টিফেন এস্কিনাজি, লিটন দাস, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমানকে।


গানের শুরুতে শাকিব খানের সংলাপটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে: “যতবার দাঁড়িয়েছি একসঙ্গে, ততবারই এনেছি জয়। জয় ছাড়া ভাবতে শিখিনি কিছুই, তাই সেই লক্ষ্যে আরও একবার।”

২২ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন