Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

আল্লুর পর এবার রাম চরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে নিহত ২

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজন নারীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় মামলা দায়ের করা হয় এবং সুপারস্টার আল্লু অর্জুন একরাত জেলে ছিলেন। পরে তিনি জামিনে মুক্তি পান। তবে এখনো সেই বিতর্কের জন্য সমালোচনার মুখে আছেন অভিনেতা।


এবার একই ঘটনা ঘটল আরেক সুপারস্টার রাম চরণের সঙ্গে। দক্ষিণী অভিনেতাকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছে এই ঘটনা।

রাম চরণের আসন্ন সিনেমা ‘গেম চেঞ্জার’-এর প্রচার অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন দুই ভক্ত।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাম চরণের আসন্ন সিনেমা ‘গেম চেঞ্জার’-এর মুক্তির উপলক্ষে এক প্রচার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরমে। আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রচার অনুষ্ঠানে অভিনেতাকে একনজর দেখতে ভিড় জমিয়েছিল অনেক ভক্ত। অনুষ্ঠান শেষে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় দুই ভক্ত প্রাণ হারান। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই ভক্তের নাম আরভা মণিকান্ত (২৩) ও থোকাডা চরণ (২২)। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাম চরণ।


সিনেমার প্রচার অনুষ্ঠানে এসে এমন দুর্ঘটনার শিকার হওয়া মৃতদের পরিবারকে মোট ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজক দল। এছাড়া, অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা করেছেন।


এ বিষয়ে প্রযোজক দিল রাজু বলেন, "অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে মর্মান্তিকভাবে দুজন মারা গেছেন। খবরটি পবন কল্যাণও জানতে পেরেছেন এবং তিনি বিকল্প কিছু করার বিষয়ে জানতে চেয়েছেন। এটি খুবই দুঃখজনক ঘটনা, যা এই বড় ইভেন্টের পরে ঘটেছে। আমি এবং রাম চরণও এ নিয়ে আলোচনা করেছি। আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ঘটনার পরেই প্রত্যেক পরিবারের জন্য ৫ লাখ টাকা দিয়েছি এবং আমরা তাদের পাশে থাকব।"

১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন