Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

নিজের সুরক্ষার জন্য ২ কোটির বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান খান

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



বলিউডের ভাইজান সালমান খান বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত। সম্প্রতি এনসিপি নেতা বাবা সিদ্দিকির মৃত্যুর পর তাকে জীবননাশের হুমকি দেয়া হয়েছে। মুম্বাইয়ের ট্রাফিক পুলিশকে পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজে বলা হয়েছে, সালমান খান যদি ৫ কোটি রুপি দেন, তাহলে তার এবং লরেন্স বিষ্ণোইয়ের বিরোধের সমাধান হবে। আরও উল্লেখ করা হয়েছে যে, টাকা না দিলে সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকীর

চেয়েও খারাপ হতে পারে। বর্তমানে পুলিশ এই ঘটনায় তদন্ত করছে।


এই ঘটনার পর সালমান খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তিনি ২ কোটি রুপি খরচ করে একটি নতুন বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সালমান তার নিরাপত্তা আরও জোরদার করতে দুবাই থেকে নতুন একটি বুলেটপ্রুফ নিসান পেট্রোল এসইউভি আমদানি করেছেন। এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে তিনি একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন, সেই গাড়িতে তিনি যাতায়াত করতেন। তবে নতুন এসইউভিতে অনেক আধুনিক ফিচার যুক্ত আছে। গাড়িটি এমন কাচ দিয়ে তৈরি যা বুলেট ভেদ করতে পারবে না এবং এতে বোমা অ্যালার্ট ফিচারও রয়েছে।


মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকিকে গত ১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় তার বিধায়ক ছেলে জিশান সিদ্দিকির অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। বলা হচ্ছে, সালমান খানের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণেই প্রাণ হারিয়েছেন তিনি। এই ঘটনার পর মুম্বাই পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে এবং সন্দেহ করা হচ্ছে, বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পেছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে।


১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা ঘটনার পর থেকেই সালমান খান বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন। এর ফলে তিনি কয়েকবার হুমকির মুখে পড়েছেন। সর্বশেষ এপ্রিলে, অভিনেতার বাড়ির সামনে প্রকাশ্যে গুলি চালায় বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। এর মাঝেও তিনি কাজ করে যাচ্ছেন, বর্তমানে তিনি বিগ বস ১৮-এর শুটিং করছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে বিগ বস ১৮-এর একটি এপিসোডের শুটিংও করেন সালমান, জানা গেছে শুক্রবার (১৮ অক্টোবর) কড়া নিরাপত্তার মধ্যে সেটে হাজির হন তিনি।

২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন