Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

মারা গেছেন যশ চোপড়ার স্ত্রী পামেলা

বিনোদন ডেস্ক:
৮ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৫ দিন ধরে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি ছিলেন পামেলা চোপড়া। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি; সর্বশেষ মারা গেলেন প্লেব্যাক গায়িকা পামেলা। তার শেষকৃত্য অনুষ্ঠানের সময় এখনও জানা যায়নি।

রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে

পরিবার থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

১৯৭০ সালে পারিবারিক আয়োজনে পামেলাকে বিয়ে করেন যশ চোপড়া। এ দম্পতির দুটি পুত্রসন্তান রয়েছে। তারা হলেন— আদিত্য চোপড়া ও উদয় চোপড়া। অভিনেত্রী রানী মুখার্জির স্বামী আদিত্য চোপড়া একজন প্রযোজক-পরিচালক। অন্যদিকে উদয় চোপড়া একজন অভিনেতা ও প্রযোজক।

পামেলা চোপড়া একাধারে গায়িকা, চিত্রনাট্যকার ও প্রযোজক ছিলেন। যশ চোপড়ার বেশ কিছু সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি। ২০১২ সালে মারা যান যশ চোপড়া।

৮ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন