Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিক্ষা

নোবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার অনুষ্ঠান ও আলোচনা সভা

মোঃ আবদুল্লাহ আল নাঈম, নোবিপ্রবিঃ
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) আয়োজনে ইফতার অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট রুমি ভবনে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াশীল বিভিন্ন  সংগঠনের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি আব্দুল কবির ফারহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুদ্দিন

পাঠান ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাবিহা তাসনিমের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ড.দিদার-উল-আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর,ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ও রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড.আনিসুজ্জামান রিমন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.মাহাবুবুর রহমান, অনুজীবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ,প্রক্টর(ভারপ্রাপ্ত) ইকবাল হোসাইন সুমন।

রিজেন্ট বোর্ড সদস্য মো.রহুল আমিন,সহকারী প্রক্টর আব্দুস সালাম ও  অতুন সাহাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, 'নোবিপ্রবি সাংবাদিক সমিতির গণমাধ্যমকর্মীরা সব সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও খ্যাতি দেশবাসীর কাছে তুলে ধরে আসছে। সেই সাথে গঠনমূলক সমালোচনা করে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও  ভুল ত্রুটি সংশোধনে সহায়তা করে আসছে সংগঠনটি।এতো সুন্দর সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করায় নোবিপ্রবি সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি।'

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড.দিদার-উল-আলম বলেন, বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে নোবিপ্রবি সাংবাদিক সমিতি সব সময় অগ্রনী ভূমিকা পালন করে আসছে।সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ  শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি আমাদের অবহিত করে থাকে। আমি সংগঠনটির উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।'

১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন