২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে নেইমার একের পর এক চোটের মুখোমুখি হয়ে কোণঠাসা হয়ে পড়েছেন। সম্প্রতি ১৬ মাস পর জাতীয় দলে ফিরলেও আবারও চোটের কবলে পড়ে ছিটকে গেছেন এই ব্রাজিলীয় ফরোয়ার্ড। ২০২৬ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
তবে ব্রাজিলীয় কিংবদন্তি রোনালদো বিশ্বাস করেন, নেইমার চোট কাটিয়ে উঠে আগামী বিশ্বকাপে খেলতে সক্ষম হবেন। রোনালদো নিজেও তার ক্যারিয়ারে
চোটের সঙ্গে লড়াই করেছেন এবং ২০০২ সালে চোট কাটিয়ে উঠেই ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর নায়কে পরিণত হয়েছিলেন।নেইমার সম্পর্কেও রোনালদো আশাবাদী। তিনি বলেন, "আমার বিশ্বাস, নেইমার পরের বিশ্বকাপে খেলবে। সে এক অসাধারণ প্রতিভা। তবে বিশ্বকাপে খেলার জন্য তাকে নিজেকে পুরোপুরি উৎসর্গ করতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। এটি এমন একটি উপলক্ষ্য, যা উৎসর্গ করার মতো।"
তবে রোনালদো বাস্তবতাও স্বীকার করেন। তার মতে, নেইমার যদি তিনটি বিষয় ঠিকঠাকভাবে মেনে চলেন, তাহলে তিনি সফল হতে পারবেন। রোনালদো বলেন, "বিশ্বকাপে এখনো এক বছর বাকি। যদি সে ভালো অবস্থায় থেকে টুর্নামেন্টে পৌঁছাতে পারে, তাহলে আমাদের জন্য ভালো সুযোগ থাকবে। এজন্য তাকে সঠিকভাবে খাওয়া, নিয়মিত অনুশীলন এবং পর্যাপ্ত ঘুমের দিকে মনোযোগ দিতে হবে।"
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫