Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

ব্যক্তিগত দ্বীপ কিনছেন নেইমার

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ইনজুরির কারণে প্রায় এক বছর ধরে মাঠের বাইরে থাকা ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার নতুন এক কারণে আলোচনায় এসেছেন। রিও ডি জেনিরোর কাছে অবস্থিত ইলাহাও দো জাপাও নামক একটি ব্যক্তিগত দ্বীপ কেনার পরিকল্পনা করছেন তিনি, যা তাকে নিয়ে এসেছে খবরের শিরোনামে।


এই দ্বীপে এখন নেইমার থাকছেন ভাড়া করে। প্রতিদিন এর জন্য তাকে ৫০ হাজার ইউরো গুনতে হচ্ছে। দ্বীপটির সৌন্দর্য এবং পরিবেশে

মুগ্ধ হয়ে নেইমার এটি কেনার সিদ্ধান্ত নিয়েছেন। দ্বীপটি কেনার জন্য তার খরচ হবে ৯০ লাখ ইউরো।


ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াস জানিয়েছেন, এই মুহূর্তে দ্বীপটির মালিক একটি কানাডিয়ান প্রতিষ্ঠান। আগে তারা দ্বীপটির দাম ১ কোটি ২০ লাখ ইউরো চেয়েছিল, কিন্তু এখন ৩০ লাখ ইউরো কমিয়ে ৯০ লাখ ইউরো চাওয়া হচ্ছে। এই সুযোগেই দ্বীপটি কিনতে যাচ্ছেন নেইমার।


দ্বীপটিতে একসঙ্গে ১০ জন অতিথি থাকতে পারবেন। রিও ডি জেনিরো থেকে হেলিকপ্টারে করে মাত্র ৩৫ মিনিটে সেখানে পৌঁছানো যায়। দ্বীপটির বর্তমান মালিকের একটি হেলিকপ্টার রয়েছে, যা দ্বীপের সঙ্গে নেইমারেরও হয়ে যাবে। এছাড়া, নৌকায় করেও দ্বীপে যাতায়াত করা যায়।


এই তিন হেক্টর আয়তনের দ্বীপে রয়েছে ইন্দোনেশিয়ান স্টাইলের একটি মূল ভিলা, দুটি স্যুইট, একটি মাছের পুকুর এবং সমুদ্রের দিকে মুখ করা তিনটি বাংলো।

১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন