Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

কুমিল্লায় বিপিএল: নানা নাটকীয়তার পর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান-আবাহনী ম্যাচ ড্র

মোঃ রাসেল সোহেল:
৩ দিন আগে বৃহস্পতিবার, মে ১, ২০২৫
# ফাইল ফটো





প্রচন্ড ভ্যাপসা গরমের মাঝে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিপিএল ফুটবল ম্যাচ বিকাল ৩ টা শুরু হওয়ার কথা থাকলেও গরমের কারনে ম্যাচ রেফারি খেলা শুরু করতে একটু সময় নেন।


শনিবার (২৬ এপ্রিল) দুপুরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও 

আবাহনী ম্যাচটি। শুরুতেই আক্রমন

পাল্টা আক্রমনে জমে উঠে ম্যাচটি। দূর্বিষহ গরম পাত্তা না দিয়ে দর্শক সাড়িতে বসা দর্শকরা নানা রকম চিৎকার করে খেলোয়াড়দের উৎসাহ দেন।


এর মাঝেই খেলার প্রথমার্ধের  ৪২ মিনিটের সময় ম্যাচ রেফারি লাল কার্ড দেখান মোহামেডানের ৩১ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মাহবুব আলমকে। 


এরপর উত্তেজনা দেখা দেয় গ্যালারিতে। উত্তেজিত দর্শকরা রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন। কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। কিছু সময় পর আবার খেলা শুরু হয়। ১০জন নিয়ে বাকী ম্যাচ খেলে মোহামেডান। কিছুটা রক্ষনাত্মক খেলে মোহামেডান চাপের মুখে পড়লেও বারবার সুযোগ মিস করে আবাহনী। 


এতে করে খেলার শেষ বাঁশি বাজলেও কোন পক্ষ আর গোল করতে পারেনি। ম্যাচটি গোল শূন্য ড্র হয়। ম্যাচ ড্র হলেও পয়েন্ট টেবিলে এগিয়ে থাকে মোহামেডান।


খেলা শেষ হলেও দর্শকরা রেফারির বিরুদ্ধে বিভিন্ন রকম শ্লোগান দেন। আনোয়ার হোসেন নামের এক দর্শক বলেন আজকে রেফারি যা করলো তা মোটেও মানা যায়না। মোহামেডানের নিশ্চিত বিজয়ের ম্যাচ রেফারির কারনে ড্র হল।

৩ দিন আগে বৃহস্পতিবার, মে ১, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন