Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, ডিসেম্বর ১, ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

শিক্ষা

ঢাকায় ছিনতাইকারীদের হামলায় কুবি শিক্ষার্থীর মা গুরুতর আহত

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
# ফাইল ফটো



ঢাকায় ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মা। ছিনতাইকারীরা তার হাতের রগ কেটে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ব্যাগসহ সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে।


আহত নারীর নাম ফাতেমা বেগম (৫০)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মিয়াখানি গ্রামের কদর আলীর স্ত্রী।


ঘটনাটি ঘটেছে আজ রোববার (২ নভেম্বর) বিকেল

সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গী ফ্লাইওভারের উপর। ফাতেমা বেগমের ছেলে আতিকুর রহমান শিপন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।


শিপনের ভাষ্যমতে, শনিবার সকাল ৮টার দিকে তার মা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বরগাছি এলাকা থেকে “ম্যাক্স” পরিবহনের একটি বাসে করে ঢাকায় রওনা দেন। বিকেল সাড়ে ৪টার দিকে বাসটি টঙ্গী ফ্লাইওভারে পৌঁছালে চালক, হেল্পার ও সুপারভাইজার মিলে তাকে জোর করে নামিয়ে দেয়।


এরপর ফ্লাইওভারের উপরে তিনজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার হাতে দুটি কোপ মেরে রগ কেটে ফেলে। এরপর তার হাতের চুরি, আংটি, স্মার্টফোন, ৫০ হাজার টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়।


পথচারী এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় ফাতেমা বেগমকে উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ছেলে আতিকুর রহমান শিপন কুমিল্লা থেকে ঢাকায় ছুটে এসে মাকে জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানে জরুরি অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।


ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে, ‘ম্যাক্স’ পরিবহনের চালক, হেল্পার ও সুপারভাইজার ছিনতাইকারীদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। তারা এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

২৮ দিন আগে সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন