Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

না ফেরার দেশে কিংবদন্তি ফুটবলার জাস্ট ফন্টেইন

স্পোর্টস ডেস্ক:
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেইন।৮৯ বছর বয়সে মারা যান তিনি।

১৯৫৮ সালের ফুটবল বিশ্বকাপে মাত্র ৬ ম্যাচে ১৩ গোল করেন ফন্টেইন। সেটিই এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড।

ফন্টেইনের মৃত্যুর খবর সংবাদ সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে তার পরিবার।

বিশ্বকাপে ফন্টেইনের চেয়ে বেশি গোল করার রেকর্ড আছে শুধুমাত্র তিনজন ফুটবলারের। ১৬ গোল করে শীর্ষে জার্মানির

মিরোস্লাভ ক্লোসা। ১৬ ও ১৫ গোল করে দুই ও তিন নম্বর পজিশনে আছেন ব্রাজিলের রোনাল্ডো ও জার্মানির জার্ড মুলার। তারা একের অধিক বিশ্বকাপে অংশ নিয়ে ফরাসি কিংবদন্তির চেয়ে বেশি গোল করেছেন।

ফ্রান্সের হয়ে ১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত খেলেছেন ফন্টোইন। দেশের হয়ে ২১ ম্যাচে করেছেন ৩০ গোল। আর ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বড় সময় কাটিয়েছেন রিমসের হয়ে। ফরাসি ক্লাবটির হয়ে জিতেছেন তিনটি লিগ শিরোপা এবং ফ্রেঞ্চ কাপ।

২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন