অলিম্পিক মার্শেইয়ের মাঠে দু’বার লক্ষ্যভেদ করলেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। দুই গোলের মাঝে একবার জালের দেখা পান লিওনেল মেসিও। দুই তারকার যুগপৎ পারফরম্যান্সে রোববার লিগ ওয়ানের ম্যাচে মার্শেইকে ৩-০ গোলে হারায় পিএসজি। দলের বড় জয়ে আলো ছড়িয়ে ভিন্ন দু’টি কীর্তি গড়েন মেসি ও এমবাপ্পে।
ভেলোড্রোম স্টেডিয়ামে ম্যাচে ২৫তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। ২৯তম মিনিটে
অর্থাৎ, ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকে পেছনে ফেলতে মেসির প্রয়োজন মাত্র ১০টি গোল। সবমিলিয়ে রোনালদোর গোল সংখ্যা ৮২৭টি। মেসির গোল ৭৯৮টি। দুটি গোল করলেই ক্যারিয়ারে ৮০০ গোলের স্বাদ পাবেন মেসি।
মার্শেইয়ের মাঠে বিরতির পর ৫৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন এমবাপ্পে। আর এতেই যৌথভাবে পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান ফরাসি ফরোয়ার্ড। লা প্যারিসিয়ানদের জার্সিতে ২৪৬ ম্যাচে ২০০ গোল করলেন এমবাপ্পে। ৩০১ ম্যাচে সমান সংখ্যক গোল করেছিলেন পিএসজির সাবেক উরুগুইয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানি।
মেসি-এমবাপ্পের নৈপুণ্য ছড়ানো ম্যাচে ফরাসি লিগ ওয়ানে শীর্ষস্থান আরও মজবুত করলো পিএসজি। ২৫ ম্যাচে ১৯ জয় ও ৩ হারে ৬০ পয়েন্ট লা প্যারিসিয়ানদের। সমান ম্যাচে ১৬ জয় ও ৫ হারে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে অলিম্পিক মার্শেই। ৮ পয়েন্টে এগিয়ে পিএসজি।
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫