আল নাসর টানা তিন ম্যাচ জয়ের ধারাবাহিকতা বজায় রেখে লিগ শিরোপার লড়াইয়ে আশা জাগিয়েছিল। আল কাদসিয়ার বিপক্ষে জয় পেলে তারা টেবিলে দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনতে পারত। কিন্তু শুক্রবার (১৮ এপ্রিল) রাতে আল কাদসিয়ার মাঠে ২-১ গোলে পরাজিত হয়ে শিরোপার দৌড়ে আরও পিছিয়ে পড়ল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
এই পরাজয়ের ফলে ২৮ ম্যাচ
শেষে আল নাসর ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়ে গেছে। অন্যদিকে, আল হিলাল ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং লিডার আল ইত্তিহাদ ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।দাম্মামের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামে আল নাসর। কিন্তু রোনালদো, জন ডুরান, ওতাভিও এবং মার্সেলো বোজোভিকের মতো তারকারা গোল করার সুযোগ পেলেও সফল হননি। ম্যাচের শেষ মুহূর্তে সাদিও মানে একটি গোল করলেও তা দলকে পরাজয় থেকে বাঁচাতে পারেনি।
ম্যাচের ৩৫তম মিনিটে স্বাগতিক আল কাদসিয়াকে এগিয়ে নেন তুর্কি মিডফিল্ডার আল আম্মার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা আল কাদসিয়ার জয় যেন নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু ৮৪তম মিনিটে সাদিও মানে গোল করে আল নাসরকে সমতায় ফিরিয়ে আনেন। এই গোলে আল নাসরের ভক্তরা কিছুটা আশা দেখলেও, ৮৭তম মিনিটে পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের জয়সূচক গোলে আল নাসরের স্বপ্ন ভেঙে যায়।
লিগ টেবিলে ১১ নম্বরে থাকা ঢামাক এফসির বিপক্ষে আগামী ২৩ এপ্রিল আল নাসরের পরবর্তী ম্যাচ। কোচ স্টেফানো পিওলির নেতৃত্বে দলটি এই পরাজয় কাটিয়ে উঠে আবারও শিরোপার লড়াইয়ে ফিরে আসতে চাইবে।
৯ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫