Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

বিশ্বকাপে মেসিকে দেখতে ২৮ বছরের মধ্যে রেকর্ড সংখ্যক দর্শক

স্পোর্টস ডেস্ক:
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

শনিবার লিওনেল মেসির খেলা দেখতে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। সংখ্যাটা ৮৮ হাজার ৯৬৬। এই খেলায় মেক্সিকোকে ২-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা। আর এই ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে ২৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত হয়েছিলো বলে জানা গেছে। শুধু একজনেরই টানে। বুকে চাপা উত্তেজনা নিয়ে কাতারের লুসাইল স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন আর্জেন্টিনার অনুরাগী তথা তথা মেসি-ভক্তরা। বিশ্বকাপের

মঞ্চে মেসিকে শেষবারের মতো দেখার সুযোগ কেউ ছাড়ে? মেসি ম্যাজিক দেখতে রাত জাগা সমর্থকদের কষ্ট সার্থক হয়েছে। প্রথম ম্যাচে সৌদির কাছে লজ্জার হারের পর বিশ্বকাপ থেকে বিদায়ের ঘণ্টা বেজেছিল। অবশেষে খাদের কিনারা থেকে অনবদ্য প্রত্যাবর্তন লিওনেল মেসির আর্জেন্টিনার। আর তাই হয়তো শনিবারের রাতে লিওনেল মেসির ম্যাজিক্যাল হওয়ার দিন অজান্তেই গড়া হয়ে গেল বিশ্বকাপে ২৮ বছরে সর্বাধিক দর্শক সংখ্যার রেকর্ড।

দোহার উত্তরে লুসাইল স্টেডিয়াম, যেখানে ১৮ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে, ফিফা অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৯৪ সালের ফাইনালের পর বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শকের বসার আয়োজন করেছে  লুসাইল। ১৯৯৪ তে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাসাডেনার রোজ বোলে ৯১,১৯৪ জন উপস্থিত ছিলেন, ব্রাজিল সেই খেলায় ০-০ ড্র করার পর পেনাল্টি শ্যুটআউটে ইতালিকে পরাজিত করে। শনিবারের উপস্থিতি লুসাইল স্টেডিয়ামে আগের দুটি খেলার অঙ্কের চেয়ে কয়েকশ বেশি ছিল, যখন ব্রাজিল সার্বিয়াকে হারায় এবং আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরেছিল। যদিও এখনো পর্যন্ত কাতারের দর্শক উপস্থিতির পরিসংখ্যান সর্বকালের বিশ্বকাপের সেরা ৩০ স্থান পায়নি। এর আগে ১৯৫০ সালে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামের ভিতরে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিল ১ লাখ ৭৩ হাজার ৮৫০ জন। সেই খেলায় ব্রাজিলের বিপক্ষে উরুগুয়ে ২-১ জয় ছিনিয়ে নেয়। শীর্ষ-৩০ তালিকায় স্থান পাওয়া অন্যান্য স্টেডিয়ামগুলি হল মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়াম, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম এবং বার্সেলোনার ক্যাম্প ন্যু।

২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন