দলবদলের আলোচনা মানেই একসময় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের নাম আসা অবধারিত ছিল। যদিও কয়েক বছর ধরে এই আলোচনায় তার উপস্থিতি কমেছে, বর্তমানে তিনি আবারও গুঞ্জনের কেন্দ্রে। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আকর্ষণের কেন্দ্রে থাকা নেইমার এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে। তার সম্ভাব্য নতুন গন্তব্য নিয়ে চলছে নানান জল্পনা। বিশেষ করে শৈশবের ক্লাব সান্তোসে তার ফেরার সম্ভাবনা
নিয়ে উত্তেজনা তুঙ্গে।২০২৩ সালে পিএসজি ছাড়ার সময় নেইমারের সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জন উঠেছিল। তবে বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নেইমারের বার্সায় ফেরা আর সম্ভব নয়। ডেকো বলেন, ‘দীর্ঘদিন আগেই বার্সায় নেইমারের ফেরার পথ বন্ধ হয়ে গেছে। তিনি সৌদি আরবে যাওয়ার সময় থেকেই আমরা জানতাম, তিনি খুব ব্যয়বহুল খেলোয়াড়। বিশেষ করে ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম এক্ষেত্রে বড় বাধা।’
সৌদি ক্লাব আল-হিলালও নেইমারকে দলে রাখতে আগ্রহী নয়। চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমার নিজেও ক্লাব ছাড়তে চান। তবে চুক্তি বাতিলের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার ৬.৫ কোটি ডলারের বকেয়া অর্থ, যা নেইমার ছাড়তে রাজি নন। ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো জানিয়েছে, সান্তোস নেইমারের ফেরার বিষয়ে অত্যন্ত আশাবাদী। আল-হিলালের সঙ্গে তার চুক্তি বাতিলের আলোচনা চলছে, তবে আর্থিক সমঝোতা ছাড়া এটি সম্ভব নয়।
এদিকে, নেইমারের ইন্টার মায়ামিতে মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলার গুঞ্জনও উঠেছিল। কিন্তু মেজর লিগ সকারের কঠোর আর্থিক নীতিমালা এই পরিকল্পনায় বাধা দেয়। মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানোও সাফ জানিয়েছেন, এই পুনর্মিলন সম্ভব নয়।
সান্তোসে ফেরা নিয়ে নেইমারের ব্যক্তিগত আগ্রহ সবসময়ই প্রকাশিত হয়েছে। ক্লাবটির প্রতি তার আবেগ বরাবরই গভীর। ফুটবলপ্রেমীদের এখন অপেক্ষা, শেষ পর্যন্ত কি নেইমার তার শৈশবের ক্লাবে ফিরবেন?
ডেকোর মতে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেইমার আবার খেলায় ফিরছে এবং সে খুশি। এটি তার এবং ফুটবল বিশ্বের জন্য আনন্দের বিষয়।’
১৮ দিন আগে মঙ্গলবার, মে ১৩, ২০২৫