মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আজ ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘Application of Learning Management System (LMS) in Modern Teaching Method’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (Institutional Quality Assurance Cell-IQAC) এর আয়োজনে সকাল ১০ টায় সিএসই বিভাগের ২ নং কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে তিনি বলেন, ‘আধুনিক শিক্ষণ পদ্ধতিতে ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার শিক্ষার্থীদের জ্ঞানার্জন প্রক্রিয়াকে আরও গতিশীল ও সহজলভ্য করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা LMS এর মাধ্যমে শিক্ষাদান কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে সম্পাদন করতে পারবেন।’উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক ও কোর্স ডিরেক্টর অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান। রিসোর্স পার্সন ছিলেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সুলতান আহাম্মেদ।
দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ১৮ টি বিভাগের ২ জন করে মোট ৩৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক শিক্ষণ পদ্ধতিতে LMS ব্যবহারের কৌশল, শিক্ষাদানের মানোন্নয়ন এবং ডিজিটাল শিক্ষার প্রসারে বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।
২১ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫