Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

লেবাননে ইসরায়েলি হামলায় এক ভবনেই নিহত ৭৩

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করতে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে গত মাসে লেবাননে চালানো এক হামলার ভয়াবহ তথ্য দিয়েছেন প্রাণে বেঁচে যাওয়া একজন ব্যক্তি। সোমবার (২৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


ঘটনার বিস্তারিত জানা যায়, সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননের সিদর শহরে

তার বোনের বাড়িতে যান হিচাম আল-বাবা। ছয়তলা ওই আবাসিক ভবনে ১৭টি অ্যাপার্টমেন্ট ছিল, যেখানে বিভিন্ন পরিবার বসবাস করতেন। হিচাম আল-বাবার বোনের পরিবারও সেখানে ছিল।


গত ২৯ সেপ্টেম্বর, ওই ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় পুরো ভবন বিধ্বস্ত হয়ে যায়, এবং এতে ৭৩ জন নিহত হন। ওইদিন, ভবনের ধ্বংসাবশেষের নিচে চার ঘণ্টা আটকে ছিলেন হিচাম।


আটকে থাকার সময়, হিচাম তার বোনকে বারবার ফোন করতে থাকেন, কিন্তু তার পরিবারের কেউ ফোন ধরেনি। বার্তাসংস্থা এপিকে তিনি বলেন, “কেউ একটি শব্দও করেনি, আমি কোনো চলাচলের শব্দ শুনতে পাইনি।”


এএফপি জানায়, সেপ্টেম্বর থেকে লেবাননে হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখন পর্যন্ত ১,৬১৫ জন নিহত হয়েছেন এবং লাখ লাখ লেবানিজ বাস্তুচ্যুত হয়েছেন।

২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন