Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

নিজেকে জয়ী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো



মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ভূমিধস বিজয়ের পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে এক ভাষণে রেপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। ফক্স নিউজ তাদের পূর্বাভাসে জানিয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট পেয়ে নিশ্চিত করেছেন, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কমলার ঝুলিতে ২২৬ ইলেক্টোরাল

ভোট রয়েছে।


ফক্স নিউজের এই পূর্বাভাস প্রকাশিত হওয়ার কিছু সময় পরেই ট্রাম্প বিজয় ঘোষণা করে ভাষণ শুরু করেন। তিনি বলেন, “এটা আমাদের জন্য একটি অসাধারণ মুহূর্ত। আমাদের দেশকে আবার সঠিক পথে নিয়ে যেতে হবে। আজ রাতে আমরা ইতিহাস সৃষ্টি করেছি। অনেকেই ভেবেছিল, আমরা এটি করতে পারব না। এটি আমাদের রাজনৈতিক জয়।”


এছাড়া ট্রাম্প বলেন, “প্রতিটি শহরে আমি আপনাদের জন্য লড়াই করব। এটা আমেরিকার নতুন স্বর্ণ যুগ সৃষ্টি করার সুযোগ।“ তিনি এ সময় তার পরিচিত স্লোগান "মেইক আমেরিকা গ্রেট এগেইন" বললে, সমর্থকরা একসঙ্গে স্লোগান দিতে থাকেন।


ট্রাম্প সুইং স্টেটগুলো নিয়ে বলেন, “নর্থ ক্যারোলিনা, আমি আপনাদের ভালোবাসি, মিশিগান, আমি আপনাদের ভালোবাসি। বিজয় ছাড়া আমাদের আর কোনো পথ ছিল না।”


ভাষণে তিনি আরও বলেন, “আমাদের অনুভূতি চমৎকার।” এছাড়া তিনি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কথাও উল্লেখ করেন এবং তাকে পাশে দাঁড়িয়ে থাকার জন্য ধন্যবাদ জানান। ট্রাম্প তার সন্তানদের কথাও এ সময় উল্লেখ করেন।

১৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন