Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

তিউনিশিয়া উপকূলে শরণার্থীদের নৌকা ডুবে নিখোঁজ ৩৪

আন্তর্জাতিক ডেস্কঃ
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ইতালি যাওয়ার পথে তিউনিশিয়ার উপকূলে একটি নৌকা ডুবে শিশুসহ অন্তত ৩৪ জন নিখোঁজ রয়েছেন।

এ নিয়ে গত দুই দিনে তিউনিশিয়ার উপকূলে শরণার্থীদের বহনকারী একাধিক নৌকা ডুবির ঘটনা ঘটল। নৌকাডুবির এসব ঘটনায় প্রাণ গেছে সাতজনের। এখনো নিখোঁজ অন্তত ৬৭ জন। খবর আল-জাজিরার।

তিউনিশিয়ার কোস্টগার্ড শনিবার জানিয়েছে, গত দুই দিনে দেশটির উপকূল থেকে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে

ইউরোপগামী ৫৬টি নৌকা আটকে দেওয়া হয়েছে। এসব নৌকা থেকে আটক করা হয়েছে ৩ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে।

সাম্প্রতিক সময়ে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসন প্রত্যাশীদের কাছে ভূমধ্যসাগর তীরবর্তী তিউনিশিয়া অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ইতালিতে প্রবেশ করা অন্তত ১২ হাজার অভিবাসনপ্রত্যাশী তিউনিশিয়া থেকে এসেছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৩০০।

২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন