Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

নতুন দখলকৃত সিরিয়ার হারমন পর্বতে দাঁড়িয়ে ভাষণ দিলেন নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




ইসরায়েল সিরিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করেছে বাশার আল-আসাদের পতনের পর। সম্প্রতি সীমান্তের বাফার জোন দখলের পাশাপাশি সিরিয়ার হারমন পর্বতের অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসরায়েলি বাহিনী। এরপর দক্ষিণাঞ্চলের আরও তিনটি নতুন গ্রাম দখল করে ইসরায়েল।


সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দখলকৃত হারমন পর্বত পরিদর্শন করেন। সেখানে তিনি একটি ভাষণ

দেন এবং এই স্থানকে "গুরুত্বপূর্ণ" উল্লেখ করে সেখানে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


নেতানিয়াহু বলেন, "দামেস্কের সঙ্গে নিরাপত্তা চুক্তি না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী নতুন দখলকৃত ভূখণ্ডের বাফার জোনে থাকবে।" তিনি অতীত স্মরণ করে বলেন, "৫৩ বছর আগে আমি এখানে একজন সৈনিক হিসেবে ছিলাম। জায়গাটি বদলায়নি, তবে আমাদের নিরাপত্তার জন্য এর গুরুত্ব অনেক বেড়েছে।"


এই সফরে তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. হারজি হালেভি এবং অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তা।


উল্লেখ্য, চলতি মাসের শুরুতে বাশার আল-আসাদের সরকার পতনের পর সিরিয়ায় বিশৃঙ্খলার সুযোগে ইসরায়েল সেনা মোতায়েন করে। প্রায় ২৫ বছর ধরে সিরিয়া শাসন করা আসাদ বিদ্রোহীদের হামলায় রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ হারিয়ে গত ৮ ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান।


এই সময় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) যোদ্ধারা দ্রুত আক্রমণ চালিয়ে সিরিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নেয়। এই পরিস্থিতির সুযোগে ইসরায়েল ১৯৭৪ সালের চুক্তি ভেঙে গোলান মালভূমির অসামরিকীকৃত অঞ্চলে সেনা মোতায়েন করে। ইসরায়েলের এই পদক্ষেপে জাতিসংঘ এবং বেশ কয়েকটি আরব দেশ তীব্র নিন্দা জানিয়েছে।

২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন