হোয়াইট হাউজের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যাচেষ্টার অভিযোগে ১৯ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) রাত ১০টার দিকে হোয়াইট হাউজ সংলগ্ন লাফায়েত পার্কে এ ঘটনা হয়। ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাকালে ইউ-হল ট্রাকটি একটি নাৎসি পতাকা বহন করছিলো। এ ঘটনায় ভার্সিথ কান্ডুলা নামে মিসৌরির ১৯ বছর বয়সী এক যুবককে
তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র বহন, বেপরোয়া গাড়ি চালানো এবং প্রেসিডেন্ট ও তার পরিবারকে হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ দায়ের করেছে ইউএস পার্ক পুলিশ। এর আগেও ২০২০ ও ২০২২ এ প্রেসিডেন্ট বাইডেনকে হত্যাচেষ্টার অভিযোগে দু'জনকে আটক করা হয়।
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫