Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

রোনাল্ডোর পেনাল্টিতে নাটকীয় জয় পেল আল নাসর

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। নিশ্চিত জয় মনে করা হলেও, এর পরপরই দেখা দেয় নাটকীয়তা। অতিরিক্ত সময়ের ১৩ মিনিটে পেনাল্টি পায় আল শাবাব, যা তাদের সমতায় ফেরার বড় সুযোগ ছিল। কিন্তু আবদেররাজ্জাক হামদাল্লাহ সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। তার পেনাল্টি মিসের পর নাটকীয়ভাবে জয় পায় আল নাসর।


সৌদি প্রো লিগের এই

জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৭। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ২১, তারাও ৭ ম্যাচ খেলেছে।


প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে লাপোর্তের গোলে লিড নেয় আল নাসর। ৯০ মিনিটে আত্মঘাতী গোলে আল শাবাব সমতায় ফেরে। পরে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে জয় এনে দেন রোনাল্ডো।


এই গোলের মাধ্যমে রোনাল্ডোর ব্যক্তিগত রেকর্ড আরও উন্নত হয়েছে। আল নাসরের হয়ে ৫৪ ম্যাচে তিনি করেছেন ৫৫ গোল, সঙ্গে ১৫টি অ্যাসিস্ট।


ক্যারিয়ারে ১ হাজার গোলের লক্ষ্যে থাকা রোনাল্ডোর মোট গোলসংখ্যা এখন ৯০৭। জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'আমরা কখনো হাল ছাড়ি না।'

২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন