বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট আজ শুরু হয়েছে, যেখানে সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আবারও সিলেট স্ট্রাইকার্সের হয়ে দল পেয়েছেন। গত দুই আসরের মতো এবারও তিনি সিলেটের প্রতিনিধিত্ব করবেন। ক্যাটাগরি ‘বি’ থেকে তাকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স, পারিশ্রমিক ৪০ লাখ টাকা।
গেল আসরে জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে
বিপিএলের মাঝপথে বিরতি নিয়েছিলেন মাশরাফি। এই সময় তার অনুপস্থিতিতে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মোহাম্মদ মিঠুন।মাশরাফি দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার অনুপস্থিতি দীর্ঘ। গত আসরে পুরোপুরি ফিট না থাকায় তিনি বিপিএল খেলার জন্য আদর্শ অবস্থায় ছিলেন না বলে জানিয়েছেন ৪১ বছর বয়সী এই পেসার।
এদিকে, সরকারের পরিবর্তনের প্রেক্ষাপটে মাশরাফির বিরুদ্ধে মামলা হয়েছে। সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে সাবেক মালিক সারোয়ার গোলাম চৌধুরী মাশরাফির বিরুদ্ধে মামলা করেছেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫